অডিটোরিয়াম হতে পুলিশ ফাঁড়ি পযন্ত আরসিসি রাস্তাও ড্রেন নিমার্ণ শুভ উদ্বোধন করেন মেয়র আবুল কালাম আজাদ
মোঃ মিজানুর রহমান
(স্টাফ রিপোর্টার)
রাজশাহী জেলা বাগমারাধীন প্রথম শ্রেণী পৌরসভার নাম তাহেরপুর পৌরসভা এই পৌরসভার উন্নয়ন উন্নতির আরেক নাম মেয়র আবুল কালাম আজাদ তার হাত ধরে চলছে পৌরসভার উন্নয়ন উন্নতির কাজ। প্রতিদিন পৌরসভার উন্নয়ন উন্নতির কথা চিন্তা করেন তিনি তার সাথে সাথে পৌরসভার রাস্তাঘাট পানি নিষ্কাশনের সুব্যবস্থা শিক্ষা চিকিৎসা পৌরসভার উন্নয়নে তার ভৃমিকাটি সব্বচ দেখতে পাই।
উন্নতির কথা ভেবে আজ সকাল ১০ ঘটিকার সময় ২ং ওয়ার্ডে অডিটোরিয়াম হতে তাহেরপুর পুলিশ ফাড়ি পর্যন্ত পানির আরসিসি রাস্তা ও ড্রেন শুভ উদ্বোধন করেন তিন বারের সফল মোঃ মেয়র আবুল কালাম আজাদ
এই সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আবু বাক্কার মৃধা যুবলীগের হৃদয়ে যার নাম তিনি হলেন যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ, আনোয়ার,আলম ও ছাএলীগ নেতা জাহিদুল ইসলাম