সর্বশেষ খবর

বাগমারার গোয়ালকান্দি বাজারে ছয় মাস থেকে বন্ধ ল্যাম্পপোস্ট- বাগমারা টাইমস



নিজস্ব প্রতিবেদকঃ

বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সদর গোয়ালকান্দি বাজারে মেইন পয়েন্ট অর্থাৎ বলা চলে বাজারের মধ্যে স্থানে গোয়ালকান্দি মাদ্রাসা মোড়ে ১ বছর আগে এলজিইডি কর্তৃক একটি ল্যাম্পপোস্ট বসানো হয়েছিল। সেটি গত ছয় মাস থেকে নষ্ট হয়ে পড়ে আছে এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারে চলাচলরত সাধারণ জনগণের। 



বাজারে স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে তিনি এটা মেরামতের আশ্বাস দেন।  এ বিষয়ে বাগমারা টাইমস টিম ১৩ নং গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান  আলমগীর সরকার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি  বলেন, আমি এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাথে কথা বলেছি তিনি এটা অতি তাড়াতাড়ি সংস্কার করে দিবেন বলেছেন। 



বাজারের স্থানীয় দোকানী মোঃ আকরামুল হক বলেন সন্ধার পর বাজারে জনসংখ্যা বেশি থাকে গাড়ি চলাচল ও বেশি করে ফলে প্রায়-ই দূর্ঘটনা ঘটে। বাজারের নৈশপ্রহরী মোঃ সাইদুর রহমান বলেন, আমরা প্রতিদিন রাত দশটার পর থেকে বাজার পাহারা দিয়ে থাকি বাজারের মধ্যে স্থানে একটি মাত্র ল্যাম্পপোস্ট তা আবার নষ্ট হয়ে যাওয়ায় আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পরতে হচ্ছে। আমি অতি দ্রুত এলাম ল্যাম্পপোস্টটি মেরামত করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং স্থানীয়রা আরও বলেন এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।