বাদুড়ের শরীরে নতুন ২৪ ধরনের করোনাভাইরাসের সন্ধান|বাগমারা-টাইমস
অনলাইন ড্রেস্কঃ
বিভিন্ন প্রজাতির বাদুরের শরীরে ২৪ ধরনের নতুন করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন চীনের বিজ্ঞানীরা।
সম্প্রতি 'সেল' নামের একটি জার্নালে চীনের শানডং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের প্রকাশিত গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
এর মধ্যে উহানের বন্যপ্রাণীর বাজার থেকে সারাবিশ্বে সংক্রমণ ছড়ানো সার্স-সিওভি-টু এর মত ৪টি করোনাভাইরাস পেয়েছেন বিজ্ঞানীরা। এছাড়া আরেকটি করোনাভাইরাসের জিনোমের সঙ্গে সার্স-সিওভি-টু ভাইরাসের অনেক মিল পেয়েছেন চীনা গবেষকরা।
২০১৯ সালের মে মাস থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জঙ্গলগুলোতে থাকা বাদুড়ের ওপর গবেষণা করে এসব তথ্য বের করেছেন তারা।
পরিশেষে ২০২১সালের ১২ই জুন তারা নিশ্চিত ভাবে এ তথ্য প্রকাশ করেন।
শানডং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, তাদের এই গবেষণা প্রমাণ করে বাদুড় অনেক ধরনের করোনাভাইরাসের বাহক আর সেগুলো মানুষের শরীরেও ছড়াতে পারে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।