বাগমারায় সরকারি বিধিনিষেধ অমান্য করায় জরিমানা- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহীতে করোনা ভাইরাস সংক্রমণের হার তীব্র গতিতে বেড়ে চলছে তার মধ্যে বাগমারা উপজেলাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
করোনা ভাইরাস গতিরোধে রাজশাহী মহানগর সহ পুরো জেলা ১সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। মূলত এই লকডাউন আজ ১১জুন শুক্রবার বিকেল ৫ টা হতে ১৭ই জুন রাত পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বিকেল ৫ টার পর কেউ জরুরি সেবা ছাড়া বিনা প্রয়োজনে বাহিরে বাহির হতে পারবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু সরকারি ভাবে দেওয়া এই বিধিনিষেধ উপেক্ষা করে অনেকেই বাজার, রাস্তা-ঘাটে ঘুরাফেরা করায় আজ ১১ই জুন (শুক্রবার) সন্ধায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বাগমারা বিভিন্ন বাজার যথাক্রমে যাত্রাগাছী, শিকদারী, গোয়ালকান্দি এবং জলপাইতলা হাবিব নামে একজনকে ৫০০ টাকা জরিমানা সহ বিভিন্ন (বাজার-রাস্তা) মনিটরিং করে জরিমানা আদায় করেন এবং সবাইকে বিনা প্রয়োজনে বাসা থেকে বাহিরে চলাচলে নিষেধ করেন।
এছাড়াও তিনি সবাইকে কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে সচেতন থাকার দৃঢ় আহ্বান জানান।