সর্বশেষ খবর

বাগমারা তাহেরপুরে মোবাইল কোর্টে জরিমানা- বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

মহামারী করোনা পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে বাগমারা সহ রাজশাহী জেলায়। সরকারি বিধিনিষেধে বিকাল ৫ টার পর ফার্মেসী ছাড়া অন্য  সকল দোকান বন্ধ থাকবে এবং সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে দোকান পরিচালনায় কথা বলা হয়েছে উক্ত বিধিনিষেধে।


করোনা পরিস্থিতি বাগমারায় দিন দিন বৃদ্ধির লক্ষে বাগমারা প্রশাসন কঠোর ভূমিকায় মাঠে কাজ করছে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, বাগমারা থানা পুলিশ কর্মকর্তা। বাগমারা সকল পরিস্থিতি  নিয়ন্ত্রণে ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মাঠে কাজ করছে দিন রাত। 




তার ধারাবাহিকতা আজ ৯ জুন (বুধবার) তাহেরপুর বাজারে বিকাল সাড়ে পাঁচটার পর মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা এসিল্যান্ড। বিকাল ৫ টার পর সরকারি বিধিনিষেধ না মানায় এবং মেয়াদউত্তীর্ণ ৬ বস্তা ফিড ও ওষুধ পণ্য থাকার দায়ে বেঙ্গল ফিড আকতাব উদ্দিন শাহ্ ( রনজু) কে ৫০,০০০ হাজার জরিমানা  ও মাস্ক না পড়ার অপরাধে একজন ৫০০ টাকা ও অপর একজনকে ১০০ টাকা জরিমানা  করেন বাগমারা উপজেলা এসিল্যান্ড মাহামুদুল হাসান।

সেই সাথে বার বার সচেতন সচেতনতা বার্তা প্রদান করছেন তিনি সরকারের দেওয়ার বিধিনিষেধ মেনে চলার আহবান করেন।