বাগমারায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ১-বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তরএকডালা গ্রামে শুক্রবার রাত ৯ টার দিকে মোটরসাইকেল দূর্ঘটনায় সোহাগ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে এবং রায়হান (৩২) নামে এক যুবক মারাত্মক আহত হয়েছে। আহত রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে গেছে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে ভবানীগঞ্জ কলেজ মোড়ের মেসার্স মকলেছ ফার্নিচারের এই দুই কর্মচারী তার দোকান মালিকের ব্যবহৃত টিভিএস ৮০ সিসি একটি লেডিস মোটর সাইকেল নিয়ে বের হয়। তারা উত্তরএকডালা বাজারের মোড় পার হয়ে কিছুদূর যাওয়ার পর সেখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি নিম গাছের সাথে ধাক্কা লাগলে চালকের আসনে বসে থাকা সোহাগ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার মাথায় প্রচন্ড আঘাত লেগে মাথাটি ফেটে যায়। এ সময় মোটর সাইকেলের পিছনের সিটে বসে থাকা রায়হান দূরে ছিটকে পড়ে এবং ব্যাপক আঘাত পায়। পরে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে প্রথমে বাগমারা মেডিকেলে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত থাকে রাজশাহী মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত রায়হানের অবস্থা আশংঙ্কা জনক বলে জানা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মকলেছ ফার্নিচারের মালিক রাকিব হোসেন জানান, আমি ব্যবসায় কাজে রাজশাহী এসেছি। খবর পেলাম আমার দোকানের ওই দুই কর্মচারী আমার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে এক্সিডেন্ট করেছে। ওই সময় তাদের মোটরসাইকেল নিয়ে সেখানে যাওয়ার কথা নয়। বিষয়টি আগে তারা আমাকে জানায়নি। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।