সর্বশেষ খবর

রনজিত কুমারের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক-বাগমারা টাইমস

 




নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রনজিত কুমার সাহা ইন্তেকাল করেছেন। রনজিত কুমার সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।


শুক্রবার সকাল ১০ টার দিকে যোগীপাড়া ইউনিয়নের বড় মাধাইমুড়ি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। রনজিত কুমার সাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


রনজিত কুমার সাহার সর্গীয় আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।