বাগমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু- বাগমারা টাইমস
আশিক ইসলাম স্টাফ রিপোর্টার বাগমারা টাইমসঃ
নওগাঁ জেলার মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউপির সোনাডাঙ্গা গ্রামের জাবেরের ছেলে হাসান(২৫)নামে এক যুবকের মৃত্যূ হয়েছে । আজ বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার শশুর বাড়ি মান্দার দুর্গাপুর গ্রামে। সেখানে বিদ্যুতের সংযোগ থাকা রং স্পে করছিলেন পাকা বাড়িতে হটাৎ বৈদূতিক কাটা তারে পা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।পরে, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রসাদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।