বাগমারায় আনসার ভিডিপি’র সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজশাহীর বাগমারার আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার ২৩ জুন, সকালে উপজেলা আনসার ও ভিডিপি অফিসের সামনে স্বাস্থ্যবিধি মেনে ৫০০ শতাধিক বনজ, ফলজ ও ওষুধি জাতীয় গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বাগমারা উপজেলার (ভারপ্রাপ্ত) আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে ইউনিয়ন ও পৌরসভার কমান্ডার, সহকারী কমান্ডার, দলনেতা ও নেত্রীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক নার্গিস খাতুন সহ প্রমুখ।
উল্লেখ্য, এসব গাছের চারা সরকারি বিভিন্ন সড়ক, মহাসড়ক, ফাঁকা জায়গা ও বিভিন্ন স্থাপনার পাশে রোপন করা হবে।