বাগমারায় জাতীয় ছাত্র সমাজের মাস্ক বিতরণ|বাগমারা-টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ তীব্র হারে বৃদ্ধি বাগমারা উপজেলার হামিরকুৎসা তে জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়।
উক্ত কর্মসূচিতে বাগমারার উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আবু তালেব এর তত্ত্বাবধানে আজ ১৩ ই জুন রবিবার বিকেলে আলোকনগর হামিরকুৎসা হাট/বাজারে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেন বাগমারা উপজেলা জাতীয় ছাত্রসমাজ।
এ সময় উপস্থিত ছিলেন বাগমারা জাতীয় ছাত্র সমাজের ছাত্র নেতা মোঃ সোহেল রানা, সুইট ইসলাম, মোনায়েম, নাদিম, আঃ বারিক সহ আরো নেতা কর্মী গন।