সর্বশেষ খবর

বাগমারা ইউএনও পরিবারের সুস্থতায় বাগমারাবাসীর কাছে দোয়া চেয়েছেন আলমগীর-বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

রাজশাহী জেলার বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আহম্মেদ ও তিনার  পুত্র করোনায় আক্রান্ত হয়েছে।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সারা বাগমারায় মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে এবং বাগমারার সকল জনসাধারণ কে করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য নিরলসভাবে পরিশ্রম করেছেন, তিনি আজ নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাগমারার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর সরকার সারা বাগমারাবাসীর কাছে দোয়া চেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আহম্মেদ ও তিনার পরিবারের সদস্যর  সুস্থতার জন্য।

আলমগীর সরকার দোয়া করে বলেন, হে আল্লাহ তুমি রহমানুর রাহীম, তুমি যা ইচ্ছা তাই করতে পারো , হে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি বাগমারাবাসীর কল্যাণের জন্য তুমি বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও তিনার নিষ্পাপ পুত্রকে  অতি দ্রুত সুস্থ করে দাও-আমীন।