লকডাউন কার্যকর-এ কঠোর অবস্থানে তাহেরপুর তদন্ত কেন্দ্র- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক, বাগমারা টাইমসঃ
মহামারী করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীতে আঘাত হেনেছে। এখন রাজশাহী হয়ে এই করোনার ঢেউ বাগমারায় বিস্তার শুরু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বাগমারার গনিপুর ইউপিকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করেছে।
জানা গেছে, মঙ্গলবার বাগমারায় একদিনে মহামারি করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং একই সময় আক্রান্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক।
লকডাউন সম্পর্কে জানতে চাইলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আঃ জলিল বলেন, নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে লকডাউন দেওয়া হয়েছে, এবারের লকডাউনে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান সহ সব কিছু বন্ধ থাকবে। সন্ধ্যা ৬ টা থেকে থ্রি-হুইলার সার্ভিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারে ৫টা মানে ৫টায়, ৬টা মানে ৬টায়, এক্ষেত্রে উদাসহীনতা বা গাফিলতি বরদাশ করা হবে না।