অধ্যাপক মুখলেছুর রহমানের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক|বাগমারা-টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী জেলা বিএনাপি’র সহ-সভাপতি ও বাগমারা উপজেলার সাবেক সভাপতি অধ্যাপক মুখলেছুর রহমান মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
অধ্যাপক মুখলেছুর রহমান মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হক।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে করোনা পজেটিভ হলেও পরে নেগেটিভ আসে। পরে আবারও করোনা পজেটিভ হন তিনি। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক মুখলেছুর রহমান মন্ডল।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। অধ্যাপক মুখলেছুর রহমান মন্ডলের বাড়ি বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের তাহির একডালা গ্রামে। অধ্যাপক মুখলেছুর রহমান মন্ডল ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মরহুম অধ্যাপক মুখলেছুর রহমান মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।