সর্বশেষ খবর

বাগমারা থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসুচি- বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

বাগমারা উপজেলায় দিন দিন বেড়ে চলেছে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। 

এর ধারাবাহিকতায় শনিবার, সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী জেলা পুলিশের নির্দেশনায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন বাগমারা থানা পুলিশ। 


পুলিশ প্রচারণা গাড়িতে মাইক লাগিয়ে জনসচেতনতামূলক বার্তা সহ  সরকারি বিধিনিষেধ মানতে সব সময় কাজ করে চলছে বাগমারা থানা সহ  তিনটি পুলিশ ফাঁড়ির সদস্যগণ।


আজ থানার সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোস্তাক আহম্মেদ।


এ ব্যাপারে বাগমারা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, গ্রামে দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সে কারণে জেলা পুলিশের নির্দেশনায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। চলমান এই কার্যক্রম লকডাউন থাকা পর্যন্ত চলবে।


মাস্ক বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই রিপন কুমার সহ অন্যান্য অফিসারবৃন্দ।