সর্বশেষ খবর

বাগমারায় সরকারি বিধিনিষেধ মানতে এমপি এনামুল হকের খোলা চিঠি-বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

প্রিয় বাগমারা বাসি আসসালামু আলাইকুম,

আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে,গতবছরের ন্যায় এবছরও কোভিড-১৯ মহামারী আকার ধারণ করেছে, আমাদের রাজশাহী জেলাতে এখন মহামরী করোনা ভাইরাসের পরিস্থিতি উচ্চ ঝুঁকি বিরাজমান।


এ পরিস্থিতিতে আমি আগেই‌ উপজেলায় প্রচার-প্রচারণা অক্সিজেন সহ যাবতীয় সচেতনতামূলক কাজ চলমান করে রেখেছি,বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হবেন না।


মনে রাখবেন পরিবারের কেউ করোনায় মারা গেলে হয়তো মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে,কিন্তু আপনার পরিবারের জন্য সারাজীবনের কান্না হবে।


আসুন সবাই মাস্ক পরি,সচেতন হউ,সুস্থ থাকি।করোনা ভাইরাস মুক্ত থাকি। আল্লাহ সবাইকে হেফাজত করুন,আমিন।


সকলের শুভ কামনায়,

ইন্জিঃএনামুল হক এমপি

বাগমারা ৪ রাজশাহী।