বাগমারার ফার্মেসী গুলোতে দেখাদিয়েছে নাপা ওষুধের সংকট-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহী বাগমারা উপজেলা ১৬ টি ইউনিয়ন ২ টি পৌরসভা বাজারে গুলোতে ওষুধের ফার্মেসীগুলোতে জ্বরের ওষুধ বেক্সিমকো গ্রুপের নাপা ওষুধ চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। কয়েকটি ওষুধের দোকানদার এমন তথ্য জানিয়েছেন। ফলে সাধারণ মানুষ পড়েছেন বিপাকে।
খোঁজ নিয়ে জানা যায়, শহর ও গ্রামের মানুষ ঠান্ডা ও গরম লাগার কারণে ঘরে ঘরে জ্বর, খুসখুসে কাশি ও ঠান্ডায় আক্রান্ত হচ্ছেন। চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে গেলে জ্বরের জন্য নাপা, ঠান্ডা-গরম লাগলে ফেকসো খেতে বলছেন। অথচ বাজারে চাহিদা অনুযায়ী ফেকসো ওষুধ পাওয়া গেলেও বেক্সিমিকো কোম্পানির নাপা ওষুধ পাওয়া যাচ্ছে না। দূর-দূরান্ত থেকে মানুষ ওষুধ কিনতে এসে না পেয়ে ফিরে যাচ্ছে। ওষুধ না পাওয়ায় তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুন) বাজারের কয়েকটি ওষুধের দোকান ঘুরে দেখা গেছে অনেকে নাপা কিনতে এসেছেন। কিন্তু পাচ্ছে না।
এক ব্যক্তি বলেন, তার জ্বর হয়েছে, ডাক্তার নাপা ওষুধ খেতে বলেছেন। তাতে জ্বর ভাল না হলে নাপা এক্সট্রা খেতে হবে। কিন্তু দোকানে নাপা পাওয়া যাচ্ছে না। অন্য কোম্পানির ওষুধ পাওয়া যাচ্ছে। নাপা পাওয়া না গেলে অন্য কোম্পানির ওষুধ খাবো।
তাহেরপুর বাজারের হরিতলা মোড়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ওষধের দোকানদার জানান, মানুষের চাহিদা অনুযায়ী নাপা গ্রুপের ওষুধ পাওয়া যাচ্ছে না আমার কাছে কিছু নাপা আছে ২৫ টাকা পাতা হিসাবে নিলে আমি বিক্রি করছি । তবে অন্য গ্রুপের ওষুধ পাওয়া যাচ্ছে।