সর্বশেষ খবর

বাগমারা উদপাড়া বিলে ঘুড়ি উৎসব- বাগমারা টাইমস

 




নিজস্ব প্রতিনিধি, বাগমারা টাইমসঃ

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপির উদপাড়া বিলে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত।

১১জুন রোজ শুক্রবার বিকাল ৪টায় উদপাড়া যুব শক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। উদপাড়া বিলে ঘুড়ি উৎসবে অত্র বাগমারার বিভিন্ন ঘুড়িপ্রেমী ঘুড়ি উৎসব অংশগ্রহণ করেন।


ঘুড়ি উৎসবটি আয়োজন করা হয় মূলত অত্র এলাকার যুবকগণ যেন মাদকমুক্ত, অবৈধ-অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারে। 


উদপাড়া যুব শক্তি ফাউন্ডেশন এর সভাপতি জাহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ নাজমুল হাসান, প্রতিভা সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাবু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ লুৎফর রহমান প্রাং সহ প্রমূখ।


ঘুড়ি উৎসবে বক্তারা বলেন, ঘুড়ি উড়ালে মানসিক প্রশান্তি আসে, মন প্রফুল্ল থাকে। পুরাতন ঐতিহ্য ঘুড়ি উড়ানো সেই ঐতিহ্য ফিরে আনার জন্য এই আয়োজন করেছে উদপাড়া যুব শক্তি ফাউন্ডেশন।


উল্লেখ্য, উক্ত ঘুড়ি উৎসব শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উদপাড়া যুব শক্তি ফাউন্ডেশন কতৃপক্ষ।