সর্বশেষ খবর

আলো-ছায়া সাংস্কৃতিক একাডেমিকে রুম উপহার দিলেন মেয়র কালাম-বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

গান পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুর্বিষহ, কেউ পছন্দ করেন রবিন্দ্রনাথ এর গান, কারও পছন্দ দেশের গান, কারো ডিজে আবার কারও বা পছন্দ রিমিক্স গান। সকল গানের উৎস সাংস্কৃতিক বিনোদন এর মধ্যে অন্যতম। সময়ের পরিবর্তনে কারণে বিভিন্ন আয়োজন, বিনোদন প্রেমী যারা তাদের মনের মাঝে লুকিয়ে থাকা গান গেয়ে মনকে শান্ত করে রাখে। 



এই ধারাবাহিকতা রাজশাহীর বাগমারা উপজেলা তাহেরপুর গড়ে ওঠেছিলো ‘আলো-ছায়া সাংস্কৃতিক একাডেমি’ যা তাহেরপুর কলেজের একটি রুমে স্থান পায়। করোনা পরিস্থিতি ও দীর্ঘ দিন স্কুল, কলেজ বন্ধ থাকার নানা কারণে তাদের উক্ত রুম পরিত্যক্ত করতে নিদেশনা দেন কলেজ প্রশাসন।


গত, ২৫ জুন ‘আলো-ছায়া সাংস্কৃতিক একাডেমি’এর সকল কিছু বিনোদন কার্যক্রম (ক্লাব) বন্ধ হয়ে যায়।  আলোছায়া’র পরিচালক ও সকল কিছু কার্যক্রমের নির্ধারক শিক্ষক মাসুদ রানা এমন পরিস্থিতিতে তিনি হতাশা দুশ্চিন্তায় পড়েন।  


অবশেষে আজ রবিবার, (২৭ জুন) সন্ধ্যার পূর্ব মূহুর্তে তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ 

তাহেরপুর পৌরসভায় চলমান সাংস্কৃতিক চর্চাকে গতিশীল করার লক্ষ্যে এবং যুবসমাজকে সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করা জন্য শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আলো-ছায়া সাংস্কৃতিক একাডেমির জন্য একটি রুম বরাদ্দ নিশ্চিত করেছেন।


মাদক নয়, সাংস্কৃতিকভাবে নিজেকে ভালো রাখা ও তাহেরপুর সাংস্কৃতিক প্রেমীদের তাদের বিকাশ ঘটাতে ঘরটি ব্যবহারে বরাদ্দ করেন। 


আলো-ছায়া সাংস্কৃতিক একাডেমি এর পরিচালক মাসুদ রানা বলেন, সংস্কৃতি সমাজ এবং দেশের আর দেশটা আমাদের সকলের। আমরা ক্লাব কর্তৃপক্ষ ও সংস্কৃত প্রেমী জনসাধারণ মেয়র মহোদয়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং আগামীতে আরো সুন্দর ভালো ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক নানা বিষয় সবার সামনে উপহার দিবেন। সর্বোপরি মাদক মুক্ত জীবন পরিহার করে আলোছায়া আলোতে আলোকিত করতে কাজ করতে বদ্ধ পরিকর থাকবে।