বাগমারায় মুক্তিযোদ্ধা আকবর আলীর ইন্তেকাল- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টার,বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা (রাজারামপুরপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: আকবর আলী প্রাং আজ সোমবার, সকাল ৬ ঘটিকার সময় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে---- রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ২ ঘটিকার সময় নিজগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা দবির উদ্দিন, আহাদ আলী, আশেক আলী, আব্দুস সামাদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।