ভবানীগঞ্জ আ’লীগ নেতার ভাইয়ের পরলোকগমন, মেয়র মালেক-এর শোক প্রকাশ- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টারঃ
ভবানীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সূর্যকান্ত হালদারের ছোট ভাই গোপাল চদ্র হালদার (৫০) শুক্রবার (০৪ জুন) ভোর ৬ টার সময় তার হিন্দুপাড়ায় নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস আক্রান্ত হয়ে শয্যাগত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
এ দিক গোপাল চদ্র হালদারের মৃত্যু সংবাদ শুনে শুক্রবার হিন্দুপাড়া মহল্লায় ছুটে আসেন ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালক মন্ডল ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাচেন আলী সহ স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা।
এ সময় তারা গোপালের স্ত্রী সন্তানদের সমবেদনা জানান। শুক্রবার বেলা ১১ টায় ভবানীগঞ্জ হিদুপাড়া শ্মশান ঘাটে গোপালের শেষকৃত্য সম্পন হয়।