সর্বশেষ খবর

গ্রামের ঐহিত্যবাহী মধ্যাহ্ন ভোজ খুশি সবাই- বাগমারা টাইমস

 


মাহফুজুর রহমান প্রিন্স
(স্টাফ রিপোর্টার) বাগমারা:

যুগ যুগ ধরে চলে আসছে গ্রামের এই ঐতিহ্য। গ্রাম্য প্রধানরা আজও ধরে রেখেছে প্রাচীন এই রেওয়াজ। তাই তো বছরে দুবার এই গ্রামে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন গ্রামের আবাল, বৃদ্ধ, বনিতা। ভোর থেকেই চলে রান্নার কাজ। 

বুধবার, দুপুরে প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসী মিলে এক সাথে বসে খাওয়া। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খামারগ্রামে এমন রেওয়াজ চলে আসছে যুগযুগ ধরে। বছরে দুবার ধান ওঠার পর সুবিধাজনক সময়ে এই খাবারের আয়োজন করা হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। খাবারের মেন্যুতে থাকে মাছের আলুর ঘাটা ও খাটা (তেঁতুলের তৈরি পানীয়)। 


গ্রামবাসীরা জানান, এই খাবার অনুষ্ঠানের মাধ্যমে আমরা গ্রামবাসী সবাই একত্রিত হতে পারি এটাই আমাদের আনন্দ। আমরা পরস্পর সুখ-দুঃখ গুলো ভাগাভাগি করে নিই। কোন বিষয়ে কারো সাথে কোনও মনোমালিন্য থাকলে এখানে এসে সবাই আমরা এককাতারে শামিল হই। গ্রামের প্রধানরা জানান, এই গ্রামে কোনও মামলা হামলা নেই। নেই কোন বাল্যবিবাহ ও মাদকের প্রভাব। ফলে এই উপজেলায় গ্রামটি একটি মডেল হিসাবে পরিচিতি পেয়েছে। গ্রামবাসীও তাদের এই ঐতিহ্য ও পরিচিতি ধরে রাখতে সচেষ্ট।