সর্বশেষ খবর

বাগমারায় মাছ চাষীদের নিয়ে ইয়ন ফরচুন ফিডের কর্মশালা- বাগমারা টাইমস



মাহফুজুর রহমান প্রিন্স 

(স্টাফ রিপোর্টার) বাগমারা: 


ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃক আয়োজিত ও আপন এন্টার প্রাইজের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টা থেকে রাজশাহীর বাগমারার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্য চাষীদের নিয়ে এক দিনের কর্মশালা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী মহল্লার ময়েজ উদ্দীন মার্কেটে অনুষ্ঠিত হয়।


কর্মশালায় ইয়ন ফরচুন ফিড গ্রুপের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, মামুনুর রশীদ এএসএম ফিড, ওমর ফারুক বাবু, বিডিও ফিড, নাজমুল হুসাইন, এসএসই, ফিড ও মোতালেব হোসেন এসএসই ফিড। 


অপরদিকে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহণ করেন, অধ্যক্ষ জিয়াউল আলম হেলাল, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক ইদ্রিস আলী, প্রভাষক সাইফুল ইসলাম বাবু, প্রভাষক আফজাল হোসেন, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক হিটলার আলী, আলহাজ্ব রিয়াজ উদ্দীন, আতাহার আলী, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক আব্দুল জবার, আব্দুল খালেক, মাষ্টার গোলাম মোস্তফা, আব্দুর রহিম গোলাপ, আব্দুল কুদ্দুস প্রমুখ। 


কর্মশালায় মাছ চাষের বিভিন্ন নিয়ম কানুন, চাষকৃত মাছের খাবার সরবরাহের পদ্ধতি, পানি দূষণরোধসহ বিভিন্ন শিক্ষনীয় বিষয়াদি নিয়ে আলাচনা করা হয়।