সর্বশেষ খবর

বাগমারায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার- বাগমারা টাইমস



মাহফুজুর রহমান প্রিন্স

স্টাফ রিপোর্টার, বাগমারা টাইমসঃ


অবশেষে রাজশাহীর বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে আলাচিত স্ত্রী হত্যা মামলার অন্যতম আসামী ঘাতক স্বামী আসমান আলীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসমান আলী পুলিশের কাছে স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবদী দিয়েছে। গ্রেফতারকৃত আসামী আসমান আলীকে আদালত জবানবন্দীর জন্য পাঠানো হবে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।


গত শনিবার (২৯ মে) রাতের কোন এক সময় স্বামী আসমান আলী স্ত্রী কল্পনা বিবিকে ধারালা অস্ত্র, দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পর দিন সকালে বাগমারা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন সকালেই নিহত কল্পনার পরিবার থেকে স্বামী আসমান আলীকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোর রাত রাজশাহীর দুর্গাপুর উপজেলার জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাসাবাদ জিঙ্গা আসামী আসমান আলী স্ত্রী কল্পনা বিবিকে হত্যার বিষয়টি স্বীকার করে।


এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, স্ত্রী কল্পনা’কে হত্যাকারী ঘাতক স্বামী আসমান আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।