বাগমারায় গলাই ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহস্যজনক -বাগমারা টাইমস
স্টাফ রিপোর্টার,বাগমারা টাইমসঃ
রাজশাহীর বাগমারায় এরশাদ আলী (৩৫) নামে এক যুবকের গলাই ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক মনে করছেন এলাকার লোকজন। এরশাদ আলীর জন্ম রাজশাহীর পুঠিয়া উপজেলার তেবাড়িয়া গ্রামে হলেও তিনি একই জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে রামরামা গ্রামে বড় হয়েছেন। বাগমারা থানার পুলিশ নিহত এরশাদ আলীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।
বাগমারা থানার পুলিশ ও এলাকার লোকজন জানান, অল্প বয়সে এরশাদ আলী তার মা-বাবাকে হারিয়ে পুঠিয়ার তেবাড়িয়া গ্রাম থেকে বাগমারার রামরামা গ্রামের বোনের বাড়িতে বসবাস করেন। এরশাদ আলীর বয়স পূর্ণ হওয়ায় বোন ও বোনে জামাই মিলে পুঠিয়া উপজেলার নিমপাড়া হলহলা গ্রামের জনৈক ব্যক্তির কন্যার সাথে বিবাহ দেয়। বিয়ের পর তাদের ঘরে দুইটি পুত্র সন্তান জন্ম নেয়। স্বামী এরশাদ আলীর অনুপস্থিতিতে স্ত্রী অন্য এক ছেলের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি স্বামী এরশাদ আলীর নজরে আসলে তিনি স্ত্রীকে শাসন করেন। সুযোগ বুঝে স্ত্রী পুঠিয়ায় তার বোনের বাড়িতে চলে যায়। এরশাদ আলী নিতে গেলে স্ত্রী আসবে না বলে তাকে সাফ জানিয়ে । সেখান থেকে ফিরে এসে সবার অজান্তে এরশাদ আলী তার রামরামার বাড়িতে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে এরশাদ আলীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন।
গলাই ফাঁস দিয়ে লাশটি ঝুল থাকার দৃশ্য দেখে এলাকার লোকজন ও পুলিশর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। অনেকই ধারণা করেছেন এরশাদ আলীকে হত্যা করে লাশটি তার বাড়িতে ঝুলিয়ে রেখে গেছে। পরিবার ও এলাকার লোকজনের এমন সন্দেহ কারণেই পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, গলাই ফাঁস দিয়ে এরশাদ আলী নামের যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে। ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদঘাটন ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।