সর্বশেষ খবর

বাগমারায় পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ-বাগমারা টাইমস






মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাগমারায় এলজিইডি’র কানাইশহর-বেলঘরিয়াহাট পাকা রাস্তায় মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, আউচপাড়া ইউপির কানাইশহর-বেলঘরিয়াহাট (১৫৭৫ মিটার) পাকা রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬০ লক্ষ, ৬৮ হাজার, ৭ শত ৩৭ টাকা। নির্মাণ অবধি রাস্তাটির সংস্কারবিহীন ছিল। ঠিকাদারের লোকজন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কারের চেষ্টা করেন। অবশেষে মঙ্গলবার সকালে স্থানীয়দের বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ঠিকাদার, ভাটা মালিক আমিনুল ইসলাম ও তাঁর ম্যানেজার দুলাল হোসেন প্রভাবশালী হওয়ায় এলাকার সাধারণ মানুষদের সাথে অশালীন আচরণ ও হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। গোবিন্দপাড়া জিল্লুর মোড় এলাকার (বেস্ট) ইটভাটার ম্যানেজার বাড়িগ্রামের দুলাল হোসেন স্থানীয়দের উল্টা-পাল্টা কথাবার্তা ও ভয়ভীতি প্রদর্শন করেন। পর ভাটা মালিকসহ কয়েকজনকে ডেকে নিয়ে আসেন। এক পর্যায়ে এলাকাবাসী একজাট হয়ে প্রতিবাদ করলে আমিনুল ইসলাম এবং দুলাল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। 


স্থানীয় মঙ্গলপুর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মাদ, জাকারিয়া হোসেন, মকছেদ আলী, ইমরান হোসেন, সিদ্দিকুর রহমান, রেজাউল ইসলাম মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং মানহীন ইট সংবাদকর্মীদের প্রদর্শন করেন।


ইট সরবরাহকারী ভাটা মালিক আমিনুল ইসলাম ও ম্যানেজার দুলাল হোসেন ক্যামরার সামনে কথা বলতে রাজি হননি। ম্যানেজার দুলাল ক্যামেরার সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম এম, কে এটারপ্রাইজ, প্রোঃ মাসুদ আলম, লক্ষীপুর রাজশাহী । ঠিকাদারের দায়িত্বশীল কেউ ঘটনাস্থলে না থাকায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। সূত্র জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠানটি জনৈক এমদাদ এর কাছে কমিশনে কাজটি হস্তান্তর করেছেন।


বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন মুঠোফোনে কাজ বন্ধ রাখার পরামর্শ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা প্রকৌশলী এর নির্দেশ উপ-সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহারের সত্যতা পাওয়ায় পাকা রাস্তার কাজ বন্ধ ঘোষণা করছেন।