সর্বশেষ খবর

অতিরিক্ত ভাড়া আদায়, নেই স্বাস্থ্যবিধি বালাই বাসগুলোতে-বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

নাটোর জেলার মাধনগর বাজার থেকে রাজশাহী শহরগামী মনোয়ার বাসটিতে সরকার কতৃক ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা থাকলেও নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। মানা হচ্ছে না সামাজিক দূরুত্ব,পাশাপাশি সিটেই বসানো হচ্ছে যাত্রী।


করোনাকালীন সংকটের পূর্বে এই দূরুত্বে মূল ভাড়া ছিল ৯০ টাকা যা ৬০ শতাংশ বৃদ্ধি হলে ১৪০ টাকা দাড়ায় কিন্তু তারা ১৮০ টাকা ভাড়া নিচ্ছেন।




দ্বিগুণ ভাড়া নেওয়ার পরও পাশাপাশি সিটেই বসানো হচ্ছে যাত্রী। কোনো যাত্রী এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে। যাত্রীরা বলেন প্রতিনিয়ত যেকোনো জায়গায় যাতায়াতে এধরণের দুর্ভোগের শিকার  হতে হচ্ছে তাদের। যাত্রীরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে পদক্ষেপের দাবি জানান।




সাধারণ যাএীর মধ্যে একজন বাগমারা টাইমস কে  জানান ভাড়া দ্বিগুন কিন্তু কোন আসন ফাঁকা নেই  যা  আমাদের হাতে আসা ছবি বলে দিচ্ছে স্বাস্থ্যবিধি কতটাই বালা মানা হচ্ছে  বাস গুলোতে।  এই দিকে করোনা পরিস্থিতি রাজশাহী জুড়ে দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে যা সচেতন না হলে রাজশাহী বাসীর জন্য ভয়ংকর পরিস্থিতি দেখতে হতে পারে৷