বাগমারায় শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করা হয়েছে। ৭৫ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন উপজেলা এলজিইডি।
মঙ্গলবার, দুপুর ১২ টার দিকে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুন্নবী, সার্ভেয়ার গোলাম মোস্তফা।
অন্যান্যের মধ্যে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা ফেরদৌসী খাতুন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার, ঠিকাদার এমদাদুল হক, আহাদ আলী, ছাত্রলীগ নেতা মিরাজ উদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়টির নির্মাণ কাজ শেষ হলে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা।