সর্বশেষ খবর

বাগমারায় র‌্যাব-৫ এর অভিযানে গাঁজা গাছসহ আটক এক - বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

রাজশাহীর বাগমারায় গাঁজার গাছ উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় গাজার গাছ রোপনকারী এমদাদুল হক (২৮) কে আটক করা হয়।সোমবার(০৭ জুন) বিকালে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। আটককৃত এমদাদুল হক পলাশী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।


গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এমদাদুল হক দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছে। এরই ধারাবাহিকতায় সে তার বাড়ির নিকটের একটি পান বরজের পার্শে রানী পুকুরের ধারে কয়েকটি গাজা গাছ রোপন ও পরিচর্যা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল সোমবার বিকেলে অভিযান চালিয়ে কয়েকটি গাঁজা গাছ উদ্ধার ও একজন কে আটক করে। উদ্ধারকৃত গাজার পরিমাণ প্রায় সাড়ে আট কেজি বলে জানা যায়।


র‌্যাব-৫ রাজশাহীর সিনিয়র সহকারী পরিচালক একেএম এনামুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি গাজা গাছ উদ্ধার ও একজন কে আটক করা হয়েছে। আটককৃতকে বাগমারা থানায় সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি।