সর্বশেষ খবর

বাগমারায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত-বাগমারা টাইমস






মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টারঃ


রাজশাহীর বাগমারা উপজেলা, ভবানীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যাগে বুধবার (০২ জুন) বিকালে ভবানীগঞ্জ শাপলা সিনেমা হল মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন রেজার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক আলামিন সরকার টিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ আলহাজ্ব আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব মোজাম্মেল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেজবাউল হক দুলু, সাইফুল ইসলাম বাবু, সরদার হুজুর আলী, দারাজ আলী, প্রভাষক সুজাউদ্দোলা, জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মানিক, যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন, ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহীনুল ইসলাম, যুবদল নেতা মুকুল বোস, এনামুল হক বাবু, জহুরুল ইসলাম, আমিনুল ইসলাম, আমানত, উপজেলা ছাত্রদলের নেতা মহব্বত হোসেন, উজ্জল হোসেন, গনি, শফিকুল সহ প্রমূখ।