বাগমারায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স
(স্টাফ রিপোর্টার) বাগমারা:
উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দৈউলা চৌরাস্তার এনাপার্ক সংলগ্ন বস্তিতে বজ্রপাতে আকাশ হোসেন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার (৩১মে) বেলা সাড়ে পাঁচটার সময় বজ্রপাতের এই ঘটনা ঘটে। আকাশ হোসেন ওই বস্তির আতাউর রহমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ হোসেন বস্তি সংলগ্ন মাঠের পাশে ঘুড়ি ওড়াচ্ছিল। এ সময় বজ্রপাতে আকাশের গায়ে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশের পক্ষে খোঁজখবর নেওয়া হচ্ছে। বজ্রপাত জনিত মৃত্যু । তাই লাশ দাফনে কোন সমস্যা নেই।