তরমুজ নয় কলা কেজিতে বিক্রি চলছে
স্টাফ রিপোর্টারঃ
আজ ২ ই এপ্রিল রোজ রবিবার রাজশাহী জেলা বাগমারা থানাধীন মচমইল বাজারে কলা কেজি তে বিক্রিয় করছে একজন কলা বিক্রেতা। সারাদেশে নিত্য প্রয়োজনীয় পন্য দাম বৃদ্ধি র সাথে নিত্য খাদ্য মৌসুমি ফল তরমুজ কলা আনারস পেঁপে বিক্রিয় হতো পিচ হিসাবে।
করোনা পরিস্থিতি ও রোজার মাস উপেক্ষা করে তরমুজ, আনারস, পেঁপে এইগুলো পিচ হিসাবে না বিক্রি হয়ে কেজিতে চড়ে বসেছে পেঁপে, কলা, আনারস,তরমুজ
আজ মচমইল বাজার এমন একটি ঘটনা ঘটছে যা দেখে একজন ক্রেতা নিজে হতভাগ হয়েছে তিনি একটি দোকানে কলার দাম শুনতে চেয়েছেন তাকে বলা হয়েছে পিচ নয় কেজিতে বিক্রিয় করছে তারা বর্তমান সময়ে কলা যা ৮০ টাকা প্রতি কেজি বিক্রি চলছে।
হাবিব ইসলাম তালেব
তিনি তার ফেসবুক আইডি
Habib Hassan Taleb
তে পোস্ট করেন, কলার কেজি ৮০ আমি দেখেই হতভাগ মচমইল বাজার, বাগমারা, রাজশাহী