সর্বশেষ খবর

কবিতার নাম(মা)লেখক ওহিদুল ইসলাম-বাগমারা টাইমস

........... মা................


মোঃ ওহিদুল ইসলাম 


জন্ম আমার ধন্য খোদা দিয়েছো মানুষ বেসে,

জন্ম আমার ধন্য মাগো তোমায় ভালোবেসে।

দশ মাস দশ দিন তুমি ধরেছো উদরে,

আজকে তোমায় বৃদ্ধাশ্রমে রাখছে কোন বাটপাড়ে।

তাদের বিচার চাইবে না তো কারন তুমি মা,

তোমার সাথে হবে না তো কারো তুলনা। 

সন্তানেরা বুঝেনাতো তোমার কতো মান, 

খোদা তোমায় দিয়ে রাখছে জান্নাতের সম্মান।

মা তুমি হয়তো থাকবে না সেই দিন, বিচার ওদের হবে,

ওদের সন্তান ওদের সাথে ঐধারায় ধরিবে।

ধারানো আর শুধরানো এটাই আসল কথা,

 মানুষ তোমরা শুধরে নাও খেয়োনাত ধোকা।।