বাগমারার উদপাড়ায় আগুনে ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামে আগুনে ঘর পুড়ে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা যায় ২৯/৭/২০২১ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী মোল্লার ৩য় পুত্র জালাল মোল্লার বাসায় মারাত্মক আগুন ধরে।
প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
উদপাড়া গ্রামবাসী দীর্ঘ ২ঘন্টা যাবত চেষ্টা করে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রনে আনে।
আগুনে জালাল মোল্লার বাসার টিনের চাল আগুনে পুড়ে নষ্ট গেছে, তার বাসার পিয়াঁজ আগুনে পুড়ে গেছে, অসংখ্য পাটকাঠি পুড়ে ছাঁই হয়ে গেছে।