সর্বশেষ খবর

তাহেরপুরে খোলা বাজারে ওএমএসের চাল-আটা বিক্রি-বাগমারা টাইমস





নাজিম হাসান বাগমারাঃ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী ভাবে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। 

চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। রবিবার (২৫জুলাই) সকাল ৯টা থেকে পৌরসভা এলাকার চারটি পয়েন্টে এ কার্যক্রমের একযোগে উদ্বোধন করা হয়।


গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার সময় ২নং ওয়ার্ড চকিরপাড়ায় অবস্থিত অডিটোরিয়ামে  গিয়ে দেখা যায় চাল-আটা বিক্রি চালিয়ে যাচ্ছেন ডিলার মাহাবুবুল হক শাহী। তিনি জানান,মহামারি করোনার সংক্রমণ রোধে টানা লকডাউনে অসহায় ও দু:স্থদের মাঝে ৩০ টাকা দরে একজন সর্বোচ্চ ৫ কেজি চাউল এবং ১৮ টাকা দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবে। এছাড়া শুক্রবার ছাড়া প্রতিনি এই কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হবে। 


ওএম এসের ডিলারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাহেরপুর পৌরসভা এলাকায় খোলা বাজারে ওএমএস এর চাল ও আটা বিক্রি জন্য চারজন ডিলার নিয়োগ রয়েছে। তারা ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত চাল ও আটা বিক্রি করবেন। উল্লেখ্য,ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ হাজার ৫০০ কেজি করে চাল ও ১ হাজার কেজি আটা প্রতিদিন বরাদ্দ দেওয়া হয়। এছাড়া এই কার্যক্রম ৭ই আগষ্ট পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।