সর্বশেষ খবর

বাগমারার ভবানীগঞ্জে কুচুরীপানা অপসারণ করলেন মেয়র মালেক- বাগমারা টাইমস




মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: 

উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ফকিরানী নদীর কুচুরীপানা অপসারণ করলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। মেয়র আব্দুল মালেক মন্ডল রবিবার (১১ জুলাই) সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভবানীগঞ্জ তরকারি হাটা সংলগ্ন ব্রীজ এলাকায় গিয়ে কুচুরীপানা অপসারণ কাজ তদারকি করেন। 


স্থানীয়রা জানান, বেশকিছুদিন ধরে প্রবল বর্ষণের ফলে বাগমারার ফকিরানী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উজান থেকে ব্যাপক হারে কুচুরীপানা ভেসে এসে ভবানীগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজের খাম্বার সাথে আটকে গিয়েছে। এখানে ব্যাপক কুচুরীপানা আটকে যাওয়ার ফলে নদীপথ বন্ধ হয়ে গেছে। ফলে নৌকা চলাচল করতে পারছে না এই ব্রীজের তল দিয়ে। এতে করে নৌপথে চলাচলকারী বিভিন্ন পন্যবাহী নৌকা চলাচল করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা । 


শ্রীপুর ডিগ্রি কলেজের প্রভাষক শাহিনুর ইসলাম শাহিন জানান, নৌপথে পন্য পরিবহন সবচেয়ে সাশ্রয়ী। কিন্তু এই ব্রীজে কুচুরীপানা আটকে যাওয়ায় এখানে নৌপথ বন্ধ হয়ে পড়েছিল বেশকিছুদিন ধরে। পরে এই বিষয়টি জানতে পেরে মেয়র আব্দুল মালেক মন্ডল নিজ উদ্যোগে কুচুরীপানা অপসারন করে নৌ-চলাচলের পথ উন্মক্ত করেছেন।


এ বিষয়ে মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, এখন র্বষার মৌসুম। এ সময় প্রায় ৪/৫ মাস নদী পথে পন্য আনা নেওয়া করা হয়। ভবানীগঞ্জ বাজার সহ বাগমারার বিভিন্ন হাটবাজারে সুদুর রাজশাহী, নাটোর, নওঁগা থেকে বিভিন্ন পন্য নদী পথে আনা নেওয়া করা হয়। কিন্তু ভবানীগঞ্জ বাজার ব্রীজে কুচুরীপানা আটকে থাকার ফলে এই নদী পথ বন্ধ হয়ে পড়েছিল। আজ সেখানে শ্রমিক লাগিয়ে কুচুরীপানা অপসারণ করা হয়েছে। ফলে এই নদীপথ এখন উন্মুক্ত। এখন সহজে নৌকা চলাচল করতে পারবে।