রাজশাহীতে করোনায় কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ, রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)।
নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার দুপুরে নগরীর ছোটবন গ্রাম মসজিদ পাড়ার বস্তিতে ৫শত জন অসহায় মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। সাগর নোমানীঃ ১৭-০৭-২০২১।
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ভাপতি এস.এম. আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দীন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আব্দুল আউয়াল, ইন্টারন্যাশাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপার্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, আইএইচসিআরএফ’র সাধারণ সম্পাদক সাগর নোমানী, আরআরইউ’র দপ্তর সম্পাদক ইফতেখায়ের আলম বিশাল, কার্যনির্বাহী সদস্য ফাইসাল হোসেন প্রমূখ।
খাদ্য বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা রাব্বানী।
খাদ্য বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের ও বিভিন্ন পেশাজীবীরা। পরিবার পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে রয়েছে তারা। এ সকল অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষকে আমরা সাধ্যমত সাহায্য করে আসছি।
তারা আরো বলেন, প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তাদের সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। সমাজের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।