বাগমারায় কোভিড-১৯ জনসচেতনতায় মাঠে উপজেলা প্রশাসন-বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়ন করতে অভিযানে নেমেছেন বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ। সোমবার বেলা ১২ টার দিকে ইউএনও শরিফ আহম্মেদ লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভবানীগঞ্জ বাজার সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন।
এর আগে ঈদের পর শুরু হওয়া লকডাউন যথাযথ ভাবে মেনে চলার জন্য ইউএনও’র অফিস থেকে জনসাধারনকে সচেতন করার জন্য মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা পরিচালনা করা হয়। কিন্তু এসব প্রচারনায় তেমন কোন কাজ না হওয়ায় সোমবার সকালে ইউএনও শরিফ আহম্মেদ ভবানীগঞ্জ বাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর অভিযান পরিচালনা করেন।
এ সময় মাস্ক না পরিধান করার জন্য অনেক যানবাহন চালককে কৈফিয়ত তলব করা হয় এবং স্বাস্থ্যবিধি না মেনে নিত্যপন্যের দোকানে কেনাকাটা করার অপরাধে বেশ কিছু দোকানীকে জরিমানা আদায় করা হয়। এ প্রসঙ্গে ইউএনও শরিফ আহম্মেদ জানান, করোনা সংক্রামনের হাত থেকে রেহাই পেতে সরকার যে কঠোর লকডাউন জারি করেছে।
আমরা মাঠ পর্যায়ে সরকার ঘোষিত এসব বিধিবিধান যথাযত ভাবে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, এই লকডাইন মেনে চলার কারণে যদি কেউ চরম ভাবে খাদ্য সংকটে পড়ে তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী ভাবে খাদ্য সরবরাহ করা হবে।
মাননীয় সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক জনগনের খাদ্য ও চিকিৎসা সহ অতীব প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য আমাদের দিকনের্দশনা দিয়েছেন।