সর্বশেষ খবর

মানবতার আরেক নাম তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুর রাজ্জাক-বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

গতকাল রাতে তাহেরপুর হরিতলা মোড়ে পরিচয় বিহিন অসুস্থ এক ব্যাক্তি কে পড়ে থাকতে দেখে কাছে ছুটে আসেন তাহেররপুর পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি আব্দুর রাজ্জাক। 


লোকটি সারাদিন বাজারে এভাবেই পড়ে আছে কেউ লোকটির দিকে লক্ষ্য করেনি কেও একটু খাবার তুলে দেয়নি অসহায় মানুষটির মুখে । 


অথচ তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুর রাজ্জাক অসহায় এ লোকটিকে দেখে তারজন্য নিজে খাবার কিনে দিলেন এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহন করলেন।


রাজশাহী টাইমস সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন বলেন, ধন্যবাদ জানাই আইসি আব্দুর রাজ্জাক ভাই কে। আমি তার মানব সেবার এরকম আরো অনেক দৃষ্টান্ত পূর্বেও দেখেছি, তিনি আমাদের জন্য মানবসেবার আইকন। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি আল্লাহ যেন তাকে এভাবে মানবসেবার তৌফিক দানকরেন। 


পড়েথাকা ব্যক্তিটিকে কেউ যদি চিনতে পারেন অবশ্যই তার পরিবার কে জানাবেন। রাস্তায় পড়ে থাকা মানুষ কোন না কোন পরিবারের । অবহেলা নয় ভালোবাসা দিয়ে সহযোগিতা করি।