সর্বশেষ খবর

ঝিকরায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ- বাগমারা টাইমস


মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: 

কোভিড-১৯ করোনায় ক্ষতিগ্রস্থ বাগমারায় ঝিকরা ইউনিয়নে দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার, উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার। 

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মামদুল হাসান, ইউপি সদস্য মানিক প্রামানিক, মহিলা সদস্য কুসুম বিবি, আসিয়া বিবি, আঞ্জুমান আরা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আজিজুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

জন প্রতি ৫০০ টাকা করে ২৯৫ জনের মাঝে ১ লক্ষ ৪৭ হাজার ৫শ টাকা বিতরণ করা হয়েছে।