সর্বশেষ খবর

বাগমারার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন-বাগমারা টাইমস





রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের খালিশপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মোল্লা  শনিবার দিনগত রাত ৩ টার সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মৃত্যুকালে ১ স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  



গতকাল রবিবার  বেলা ২টার সময় খালিশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন করা হয়েছে। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাক আহম্মেদ, ঝিকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুুুুক্তিযোদ্ধা আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী  ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


এদিকে, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।