কর্মকারদের টুং টাং শব্দে মুখরিত গোয়ালকান্দি বাজার- বাগমারা টাইমস
এইচ এম শাহাদাতঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন। ঐতিহ্যবাহী গোয়ালকান্দি ইউপি’র গোয়ালকান্দি বাজারের কর্মকারবৃন্দ কৃত্রিম বাতাসে কয়লার মাধ্যমে আগুনে হাসুয়া, দা, বটি, ছুরি, চাপ্পল, দালি, কাঁচি, কোদাল ও অন্যান্য সরঞ্জাম তৈরি করে থাকে।
শান দেওয়া ধারালো দা, বটি, ছুরি, চাকু, চাপ্পল সুন্দুরভাবে সাজিয়ে রাখা হয়েছে গোয়ালকান্দি বাজারের কর্মকার চত্বরে এবং পুরাতন দা, বটি, ছুরি, চাপ্পল অন্যান্য সরঞ্জাম শান দিয়ে ধারালো করেই দিচ্ছে কর্মকারবৃন্দ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ব্যস্ত হয়ে পড়েছে গোয়ালকান্দি বাজারের কর্মকারবৃন্দ। যার ফলে টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে গোয়ালকান্দি বাজার।
এ সময় গোয়ালকান্দি বাজারের কর্মকার শ্রী রবি জানান, ব্রিটিশ আমল থেকে গোয়ালকান্দি বাজারে কর্মকাররা এই কাজ করে আসছে এবং আমি ৫০ বছর ধরে এই কাজ করছি।
কর্মকার শ্রী নারায়ণ সংকর বলেন, আমি ৩০ বছর ধরে এই কাজ করছি, ভগবানের কৃপায় এই কাজ থেকে আমার সংসার ভালোভাবে চলে যাচ্ছে। আমি আমার বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে পেরে নিজেকে নিয়ে গর্বিত।
এছাড়াও কর্মকার শ্রী কালি সংকর বলেন, অামার বাপ দাদার আমল থেকে এই কাজ ক্রমান্বয়ে হয়ে আসছে, বাপ দাদার কাছ থেকে আমি এই কাজের হাল ধরেছি। ভগবানের কৃপায় আমি এই কাজ থেকে আমার সংসার সুন্দুরভাবে চালাচ্ছি। আমি কর্মকারের এই পেশায় খুবই সুখী।
গোয়ালকান্দি বাজারে কর্মকারদের ইস্পাতের তৈরি চাপ্পল, বটি, দা ইত্যাদি পাওয়া যাচ্ছে মাত্র ৩০০ টাকা কেজি। ছুরি বা চাকু পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু করে লোহার পরিমাণভেদে ৬০০ টাকা পর্যন্ত। এছাড়াও কর্মকাররা তৈরিকৃত সরঞ্জাম বিক্রি এবং অর্ডার নিয়েই বিক্রি করে থাকে।