বাগমারার গোয়ালকান্দি ইউপিতে অসহায় ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিনিধি বাগমারা টাইমসঃ
রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউপিতে জি আর এর চাল বিতরণ করা হয়।
১১/৭/২০২১ইং রোজ সোমবার সকাল ৯টায় বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপিতে জি আর এর সরকারি বরাদ্দকৃত চাল সকাল ৯টায় গোয়ালকান্দি ইউপির অসহায় ৩০০পরিবারের মাঝে বিতরন করা হয়।
গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর সরকার বলেন, আমরা আজকে সামাজিক দুরত্ব বজায় রেখে চাল বিতরণ করছি। তিনি করোনা ভাইরাস থেকে সচেতন থাকার জন্য জনসাধারনকে বিশেষভাবে বলেন।
আপনারা নিজে বাঁচুন ও আপনার পরিবারকে বাঁচান।
জরুরি কাজ ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না, জরুরি প্রয়োজনে বাহিরে গেলে আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, ঘরে থাকুন সুস্থ থাকুন ।
জি আর এর চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারি কর্মকর্তা আব্দুল মজিদ, অত্র ইউপির সকল ইউপি সদস্য,
ইউপি সচিব আব্দুল বারিক, হিসাব সহকারী ও কাম কম্পিউটার অপারেটর শাহীন আলম ও প্রমুখ।