সর্বশেষ খবর

বাগমারার শ্রীপুরে এক হাজার বৃক্ষ রোপনে উদ্যোগ নিলেন প্রভাষক জিল্লুর রহমান- বাগমারা টাইমস





মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন “দেশের কোন জমি যেন অনাবাদি না থাকে” সকল জমির যেন সুষ্ঠু ব্যবহার হয়। যে জায়গায় ফসল উৎপাদন সম্ভব নয় সেখানে গাছ লাগান। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনায় মুজিব শতবর্ষ উপলক্ষে সাড়ে তিন কিলোমিটার পাকা রাস্তার দুই ধারে রোপন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। একই সাথে এই তিন কিলোমিটার ছাড়াও আরো এক হাজার বৃক্ষের চারা রোপনের কর্মসূচি নেওয়া হয়েছে। 



গাছগুলো বড় হলে এই রাস্তাটি হয়ে উঠবে সবুজের সমারহে। ওই রাস্তায় চলাচল করতে গেলে দুইধারে চোখে পড়বে গাছ আর গাছ। গাছগুলো বড় হলে একদিকে যেমন রোদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে অন্যদিকে রাস্তাটির ধার ভাঙ্গনের কবল থেকে বেচে যাবে। আমের গাছগুলোতে আম ধরলে রাস্তায় চলাচলকারী লোকজন খেতেও পারবেন। ভিন্ন রকম এই চিন্তা মাথায় নিয়ে সাড়ে তিন কিলোমিটার রাস্তাটির দুই ধারে গাছগুলো রোপন করছেন শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।  এ বিষয়ে জিল্লুর রহমান জানান, এই তিন কিলোমিটার ছাড়াও আরো এক হাজার বৃক্ষের চারা রোপণের কর্মসূচী নেওয়া হয়েছে। শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তার ধারে চলতি মাসের মধ্যেই আরো এক হাজার বিভিন্ন চারা রাস্তার দুই ধারে রোপন করা হবে। 


জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) অনুমতিক্রমে জনস্বার্থে ব্যতিক্রমী উদ্যোগে গ্রহণ করেছেন প্রভাষক জিল্লুর রহমান। কোন গাছ যেন কেউ নষ্ট না করে সে জন্য মাইকিং করা হচ্ছে। রাস্তার ধারে গাছ রোপনের উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান সহ প্রমুখ।