বাগমারার ভবানীগঞ্জে ভ্যানেই পড়ে মারা গেলেন আ’লীগ নেতা, এমপি এনামুলের শোক-বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভবানীগঞ্জ পৌরসভার হেদায়েতীপাড়া মহল্লার বাসিন্দা বেলাল হোসেন রবিবার (১১ জুলাই) বেলা দেড়টার সময় ভবানীগঞ্জ বাজারে এসে ভ্যানের উপর পড়ে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আ’লীগ নেতা বেলাল হোসেন রবিবার বাড়ি থেকে বের হয়ে ভবানীগঞ্জ বাজারে আসেন। তিনি বাজারে বিভিন্ন কাজকর্ম সেরে বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় দেড়টার দিকে তিনি শারিরীক অসুস্থতা বোধ করলে বাজারের একটি ওষুধের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার আরো অবনিত হলে তাকে দ্রুত ভবানীগঞ্জ ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য একটি ভ্যানে তোলা হলে তিনি সেখানেই শুয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্না লিল্লাহে--- রাজেউন। পরে তার বাড়িতে খবর দেয়া হলে তার পরিবারের লোকজন বাজারে এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান। মৃত্যু কালে বেলালের বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছে। বেলালের অকাল মৃত্যুতে বাগমারার সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক গভীর শোক প্রকাশ করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রবিবার, বিকালে সাড়ে পাঁচ ঘটিকার সময় নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।