বাগমারায় লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযানে জরিমানা- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
রাজশাহীর বাগমারায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযানে নেমেছেন বাগমারা উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভবানীগঞ্জ বাজার সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ী সহ তিনজন এবং কালিগঞ্জ বাজারে একজন মটর সাইকেল চালকের নিকট থেকে সাত হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিনা প্রয়োজনে কেউ যেন যেখানে সেখানে ঘুরাফেরা না করে সে ব্যাপারে সচেতন করা হয়েছে। সেই সাথে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে জরুরী প্রয়োজনে মাস্ক পড়ে বের হওয়ার আহ্বান জানানো হয়।
চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও। অভিযানকালে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।