সর্বশেষ খবর

বাগমারায় শেষ সময়ে জমে উঠেছে ঈদ বাজার- বাগমারা টাইমস





মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:

রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজার সহ ১৬ টি ইউনিয়ান ও দুটি পৌরসভার বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান গুলোতে পুরোদমে ঈদের কেনা-কাটা শুরু হয়েছে। এসব এলাকায় ছোট বড় বিভিন্ন বিপনী বিতান রয়েছে। এছাড়া ঈদ উপলক্ষ্যে কেনা কাটার জন্য অস্থায়ী ভাবে নতুন বাজারও গড়ে উঠেছে অনেক এলাকায়। তবে সব কিছু ছাপিয়ে বাগমারা  ও আশেপাশের এলাকার মানুষের ঈদের কেনা কাটার  প্রধান আকর্ষণের স্থান হয়ে দাঁড়িয়েছে ভবানীগঞ্জ নিউমার্কেট। স্থানীয় এমপি’র ব্যবসায়িক প্রতিষ্ঠান ভবানীগঞ্জ নিউমার্কেট এখন বাগমারাবাসীর অহংকার। বাগামারার বিভিন্ন এলাকাসহ আশেপাশের এলাকার শত শত মানুষ প্রতিদিন এই মার্কেটে আসছেন ঈদের কেনাকাটা করতে। নিত্যপন্যের প্রায় সবকিছুই এখানে মিলছে সুলভ মল্যে। ভবানীগঞ্জ নিউমার্কেটে এবার ঈদ কেনাকাটায় বাড়তি আকর্ষণ হিসাবে রয়েছে বিভিন্ন দোকানীর ডিসকাউন্ট অফার। বিগত ঈদুল ফিতরে তারা ভালো ব্যবসা করতে না পারায় তাদের অনেক পন্য দোকানেই রয়ে গেছে। তাই তারা ওইসব পন্য এবার অনেক কম দামে ডিসকাউন্ট দিয়ে বিক্রির জন্য ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে। ফিরোজা বস্ত্র বিতানের মালিক রহিদুল ইসলাম জানান, এবার কুরবানীর ঈদে সরকার লকডাউন তুলে দেওয়ায় তাদের ব্যবসা এখন বেশ জমে ওঠেছে। গত ঈদুল ফিতরে তারা করোনার কারণে ভাল ব্যবসা করতে পারেননি। তাই তারা বেশি পন্যের ক্রেতাকে এবার ডিসকাউন্ট সুবিধা দিয়ে আরো বেশি ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন। 


ঈদ উপলক্ষ্যে বিভিন্ন রেডিমেট ও কসমেটিকক দোকানে কেনাকাটা জমজমাট হয়ে উঠলেও বিভিন্ন টেইলারিং হাউজগুলো বসে নেই ।  হরদম পরিশ্রম করে যাচ্ছেন টেইলার্সের কারিগর ও কর্মচারীরা। ইতিমধ্যে অনেক টেইলার্স নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। 


ভবানীগঞ্জ নিউমার্কেটে বেশির ভাগ ক্ষেত্রে মহিলা ক্রেতাদের পাশাপাশি ছোট সোনামনিদের ভিড় লক্ষণীয় । এখানে পর্যাপ্ত জায়গা ও নিউমার্কেটের নিচ তলায় চা কপি পান করা সহ বিভিন্ন ফাস্ট ফুড খাওয়ার সুবিধা থাকায় সবাই ছুটে আসেন এই নিউমার্কেটে। এছাড়া এখানে প্রতি তলায় নারী পুরুষের জন্য আলাদা আলাদা পেশাব পায়খানায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। রয়েছে নিচ তলায় বিশাল পার্কিয়ের ব্যবস্থা। ফলে যে কেউ এখানে নিরাপদে গাড়ি রেখে অনায়েসে কেনাকাটা ও চা নাস্তা সারতে পারবে । নিউমার্কেটের সামিয়া সুজ দোকানের মালিক সোহেল রানা জানান, ভবানীগঞ্জ নিউমার্কেটে তার দুটি দোকান রয়েছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো। তাই সাধারন ক্রেতারা এই নিউমার্কেটে আসতে পছন্দ করেন। কলেজ ছাত্রী সুমাইয়া ও তার বান্ধবী রিক্তা খাতুন জানান, নিরাপত্তা ঝামেলা মুক্ত পরিবেশে কেনা কাটার জন্য ভবানীগঞ্জ নিউমার্কেট তাদের প্রথম পছন্দ। এখানে একি সাথে অনেক দোকান রয়েছে। তাই তারা পছন্দমত জিনিস দরদাম করে কিনতে পারে। ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, নিউমার্কেট বাগমারার অহংকার ও গৌরবের বিষয়। এখানে অনেক বড় বড় এমপি মন্ত্রীর পদার্পন ঘটে। রয়েছে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম। বিভিন্ন অনুষ্ঠানের সময়ে এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে। তখন নিউমার্কেট সহ গোটা ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানীর কেনাকাটা ব্যাপক বেড়ে যায়। ভবানীগঞ্জ নিউমার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দরা জানান, নিউ মার্কেটের কাজ এখনো চলমান রয়েছে। পুরো কাজ শেষ হলে এবং গোটা নিউমার্কেট পুরোদমে চাল হলে এখানে প্রায় দশ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে। স্থানীয় এমপি ইঞ্জিঃ এনামুল হক জানান, বাগমারার উন্নয়ন ও এলাকাবাসীর স্বার্থে এই নিউমার্কেট। পুঠিয়া থেকে ভবানীগঞ্জ পর্যন্ত মহাসড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। আগামী বছরের মধ্যে এটি শেষ হবে। একি ভাবে আমরা ভবানীগঞ্জ থেকে নওগাঁ পর্যন্ত একই মহাসড়ক নির্মাণ করব। আগামী দুএক বছরের মধ্যে এসব রাস্তাঘাট নির্মাণ হলে ভবানীগঞ্জ একটি আধুনিক শহরে রুপান্তর হবে।