সর্বশেষ খবর

বাগমারায় বাড়িতে আশ্রয় দেওয়ায় কাল হলো বাক প্রতিবন্ধী কিশোরীর- বাগমারা টাইমস


ফাইল ফটো


নিজস্ব প্রতিবেদকঃ

বাগমারায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে হঠাৎ করে বৃষ্টি হতে লাগে। সে সময় একই গ্রামের আক্কাছ আলী (৩০) নামের এক বখাটে ওই প্রতিবন্ধী কিশোরীর বাড়ির বারান্দায় আশ্রয় নেই। বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে তার ঘরে প্রবেশ করে এবং জোর পূর্বক কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে খারাপ উদ্দেশ্যে হাত দেয়। এ সময় ওই কিশোরী আত্মচিৎকার দিলে পালিয়ে যায় বখাটে আক্কাছ আলী। 


অভিযুক্তের বাড়ি বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে। অভিযুক্ত আক্কাছ আলী তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে জানান, পারিবারিক কলোহের জেরে এটি একটি ষড়যন্ত্র মূলক ঘটনা। আমি এটির সাথে জড়িত নই।


এদিকে ওই রাতেই কিশোরীর মা বাদী হয়ে বখাটে আক্কাছ আলীর বিরুদ্ধে বাগমারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।


এ ব্যাপারে বাগমারা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতা হানির ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের (১০) ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকেই বখাটে আক্কাছ আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।