বাগমারায় মুক্তিযোদ্ধা আজাহার আলীর ইন্তেকাল- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
বাগমারার উত্তর সাজুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী প্রাং, বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১২ ঘটিকার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তোকাল করেছেন। ইন্না লিল্লাহে ---- রাজেউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি বাধ্যক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় রাস্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।