সর্বশেষ খবর

করোনা আক্রান্ত ভবানীগঞ্জ পৌর প্রকৌশলী লিটন মিয়ার রোগ মুক্তি কামনা- বাগমারা টাইমস



মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: 

করোনায় আক্রান্ত হয়েছেন রাজশাহী বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া। তার রোগ মুক্তি কামনায় বৃহস্পতিবার (১৫ জুলাই) ভবানীগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীর উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। 


মেয়র আব্দুল মালেক মন্ডল সহ প্যানেল মেয়র হাচেন আলী, দুলাহার হোসেন, উপসহকারি প্রকৌশলী তৌহিদুল ইসলাম সহ পৌরসভার সকল কর্মচারীবৃন্দ দোয়ায় অংশ গ্রহণ করেন। এর আগে লিটন মিয়ার রোগমুক্তি কামনায়  ভবানীগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 


পৌরসভা সূত্রে জানা গেছে, সহকারি প্রকৌশলী লিটন মিয়া করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে শারীরিক ভাবে ভেঙ্গে পড়েন। পরে গত ১ জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তিনি টাঙ্গাইল জেলা সদরে নিজ বাসভবনে থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে থাকেন। এই অবস্থায় গত ৮ জুলাই প্রকৌশলী লিটন মিয়ার শারিরীক অবস্থার আরো অবনিত ও শ্বাসকষ্ট বৃদ্ধি পেতে থাকলে ওই দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।


সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসায় কিছুটা আরোগ্য লাভ করেন লিটন মিয়া। পরে দ্বিতীয় দফায় তার নমুনা পরীক্ষায় করোনা নিগেটিভ আসে। এ সময় তার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে রিলিজ দিলে তিনি টাঙ্গাইলে নিজ বাড়িতে ফিরে আসেন। বর্তমানে তিনি সেখানে থেকেই চিকিৎসা নিচ্ছেন। লিটন মিয়া ও তার পরিবারের সদস্যরা তার আশু রোগ মুক্তি কামনায় ভবানীগঞ্জ পৌরসভা সহ আপামর পৌরবাসীর দোয়া কামনা করেছেন।