বাগমারা উপজেলা দিঘীর সংস্কার কাজ পরিদর্শন করলেন ইউএনও- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
রাজশাহী বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্তরের দিঘীর সংস্কার কাজ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বাগমারা কার্যালয়ের সহকারি প্রকৌশলী রেজাউল করিম ও উপসহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম সহ পরিষদের অন্যন্য কর্মকর্তা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাগমারা বিএনডিএ মাধ্যমে উপজেলা পরিষদের দিঘির পূন:খনন, পাড় বাঁধাই ও ঘাট নির্মাণ কাজ শুরু করা হয়। এই কাজের পূন:খনন ও পাড় বাঁধাই বাবদ ১১ লক্ষ টাকা ও ঘাট নির্মাণ বাবদ ৬ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। বর্তমানে উভয় কাজ প্রায় আশি ভাগ সমাপ্ত হয়েছে। বাঁকি কাজও দ্রুত গতিতে চলমান রয়েছে। এ প্রসঙ্গে বাগমারা বিএমডিএ সহকারি প্রকৌশলী রেজাউল করিম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করতে পারব। কাজের গুণগত মান অত্যন্ত ভালো। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, বিএমডিএ এই কাজ সহ আরো অন্যান্য কাজের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরকে সুন্দর ও আকর্ষনীয় করে তোলা হবে। তবে এই সৌন্দর্যকে ধরে রাখতে সবাইকে সচেতন ভাবে সরকারি সম্পদ রক্ষা ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউএনও শরিফ আহম্মেদ।